আসলে সময় এক অত বিস্ময়কর শক্তি। এই শক্তি জগতের সবচেয়ে অসম্ভব, আশ্চর্য কাজটিও অবলীলায় করে দিতে পারে। আর তা হয়ে মানুষের মন থেকে তীব্র কোনাে ক্ষত বা আঘাতের দাগ মুছে দেওয়া। সময় নীরবে নিভৃতে তার কাজ করে যেতে থাকে। মানুষ বুঝতেও পারে না যে সময় কখন, কীভাবে তার মন থেকে তার জীবনের সবচেয়ে গভীর, সবচেয়ে তীব্র ক্ষতটি ফিকে করে ফেলেছে। মুছে ফেলেছে। জগতে সময়ের চেয়ে বড় নিরাময়কারী আর নেই। সে সন্তান কিংবা মাতৃমৃত্যুর মতাে ভয়াবহ শােকও ক্রমশ ঝাপসা করে দিতে থাকে। মুছে দিতে থাকে।