প্রতি রাত্র আমার লগে বেইমানি করে ম্যায়ামানুষের লেহান নিখুঁত ম্যায়ামানুষের লগে অহন আর কোনো সম্পক্ক নাই আমার তবভি পুরানা স্মৃতি আমারে বারবার ছোবল মারতে থাকে আমি তাগো ভালাবাসি ভালবাসার গাঢ়ভাব না দেইহা।
আমারে মাইরা ফেলনের এউগা ষড়যন্ত্র হইসে চারো কোনা দিয়া ফুসফুস আওয়াজ কানে আহে ছাওয়াগুলান সইরা যায় হুমকে থিক্যা অরাআমারে এক্কেরে শ্যায করতে সায় আমি নিজের ডাকাইতে্যা হাতেরে লইয়া সচেত্তন আসি কেউ আইয়া চ্যারায় দিশায় চ্যাবা কথা কয় না আমি সুপসাপ থাকি ভালাসির গুছাইয়া আমি কথা কইতে পারি না ২ কইতে গিয়া সাত হইয়া পড়ে ১৫ সাইলে ৯ আইয়া হাজির হব ছ্যাব ফেলনের লাইগ্যা বিচড়াইতাসি অহন আহ, আমার দাঁত মাজনের বুরুশ পাইতাসি না বিশ্বাস করেন, কেউ একজনা আমার মুহের সকরা খাবার খাইসে ।