আরম্ভের গান হ্যাঁ তোমাকে অনুমতি দেয়া হল তুমি যাও হ্যাঁ তুমি জ্যোতির্ময় গরিমা দেয়া হল হলে অকাট্য তুমি যেমন তুমি তেমন দাঁড়িয়ে তোমার মতন হাঁটো হ্যাঁ তোমাকে ক্ষমা করা হল তোমাকে ভালোবাসা হল আর আলিঙ্গন করা হল হ্যাঁ তোমাকে বলে হবে অসাধারণ যেমন ভাবে দাঁড়িয়ে থাকবে আর সহজ ভাবে বসে থাকবে হ্যাঁ তুমি আরম্ভ করো এইভাবে একটা ছোটো পদক্ষেপ এই পদক্ষেপ দোনামনা বিস্ময়কর যেমন পর্ণ ফার্ন গাছের বাতাসে তারপর কোমল আগাছা আরেক পদক্ষেপ যতোক্ষণ না শ্যাওলা আর তারপর হ্যাঁ তুমি ওখানে বৃষ্টিতে দৌড়োচ্ছো আলোর হাওয়া পাতাগুলো সবই মুখগুলো শেষ পর্যন্ত বন্ধুদের ও হ্যাঁ হ্যাঁ তোমায় দেখতে এতো সুন্দর যে তুমি হাঁটছো যেমন দৌড়োও ওড়ো ভেতরে আসো না বাতাস পাতাগুলো জ্যোতির্ময় সূর্য আর তোমার মুখ ও শোনো সবই হ্যাঁ শেষ পর্যন্ত
I'm a New Yorker; I've paid my dues.
I'm a New Yorker, and I'm a fighter.
I'm a New Yorker, man. I'm a Knicks fan.
I'm a New Yorker, and I jaywalk with the best of them.